শিশুদের পেটে কৃমির কারণ

BoishakhiApps

শিশুদের পেটে কৃমির কারণ

بهداشت و تناسب اندام
  • 0.00
(0 رای)

نصب رایگان

500

نصب ها

Android 5.1+

نسخه حداقل

با تبلیغات

تبلیغات

05.11.2017

تاریخ انتشار

تغییرات اخیر:

# Fixed some bugs

توضیحات:

কৃমির সমস্যা আমাদের দেশের একটি সাধারণ সমস্যা। তবে এর ভয়াবহতা সম্পর্কে আমরা অনেকেই জানি না। বিভিন্ন সময় শিশুরা পেটের ব্যথায় আক্রান্ত হয়। খাদ্যে অরুচি, পাতলা পায়খানা, বমি বমি ভাব, পায়খানার রাস্তায় চুলকানি ইত্যাদি সমস্যাগুলো প্রায়ই শিশুদের মাঝে দেখা যায়। এগুলো কৃমির লক্ষণ।

অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা,অপরিষ্কার ঘরবাড়ি,দূষিত পানির ব্যবহার,টয়লেট শেষে ভালোভাবে হাত না ধোয়া,খাবার তৈরি বা গ্রহণের আগে হাত পরিষ্কার না করা, হাতের নখ বড় রাখা, দাঁত দিয়ে নখ কাটা ইত্যাদি।

বিভিন্ন প্রকার কৃমির মধ্যে গোলকৃমি, ফিতা কৃমি ও গুঁড়া কৃমির প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কখনো কখনো গোলকৃমি শিশুর শ্বাসনালীতেও প্রবেশ করতে পারে। এছাড়া এটি শিশুর অন্ত্রে বা পিত্তনালীতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ফিতা কৃমি শিশুর অন্ত্রে লেগে থেকে রক্তপাত ঘটায়। এতে শিশু ধীরে ধীরে রক্তশূন্য হয়ে পরে।

গৃহস্থালির কাজে নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে।
স্বাস্থ্য সম্মত টয়লেট ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
খাবারের আগে বা টয়লেটের পরে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
শিশুদের হাতের নখ বড় রাখা যাবে না এবং দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস পরিহার করতে হবে।

সময়মতো কৃমি নাশক ওষুধ গ্রহণ করতে হবে।
মানুষের অপরিশোধিত মল জমির সার হিসেবে ব্যবহার করা যাবে না।

তবেই কৃমির সমস্যার সমাধান সম্ভব।

BoishakhiApps برنامه های دیگر

دانلود