এপ আপডেট করা হয়েছে এবং নতুন কন্টেন্ট যুক্ত করা হয়েছে
উকুন নামটা শুনলেই কেমন গা ঘিনঘিন করতে থাকে। তবে অনেকেই এই ঘিনঘিনে বিষয় মাথায় নিয়ে বয়ে বেড়ান। চুলের সবচেয়ে বিরক্তকর সমস্যা হল উকুন। উকুন মানুষের মাথার ত্বকে বাস করে এবং রক্ত খেয়ে বেঁচে থাকে। সাধারণত একজনের মাথা থেকে অন্যজনের মাথায় উকুন ছড়ায়। উকুনের সমস্যা একবার শুরু হলে তা সহজে দূর করা যায় না। উকুননাশক শ্যাম্পু বা সাবান ব্যবহার করেও এর হাত থেকে রেহাই পাওয়া যায় না। আবার কেমিকেল ব্যবহারের ফলে চুল পড়া বেড়ে যায় অনেকখানি। এই যন্ত্রণাকে যদি ঘরোয়া উপায়ে দূর করা যায় তাহলে? এতে চুল থেকে উকুন দূর হবে আবার চুলও থাকবে ক্ষতিমুক্ত। চুল থেকে উকুন দূর করার ঘরোয়া কার্যকরী কিছু উপায় জানাচ্ছেন, জুলিয়া আজাদ, বিউটি এক্সপার্ট, আকাঙ্খা বিউটি পার্লার।