নতুন লে-আউট যুক্ত করা হয়েছে এবং বাগ মুক্ত করা হয়েছে।
প্রাকৃতিক সূর্যালোক শুধুমাত্র ভোরে এবং সূর্যাস্তের সময়ে সরাসরি আপনার শরীরের ভিটামিন ডি ছড়িয়ে দেয় যা আমাদের শরীরের জন্য উপকারি। কিন্তু এই সময় ছাড়া যে সূর্যালোক আমাদের শরীরের উপর পড়ে তা ক্ষতিকর ও আমাদের শরীরে রোদে পোড়া দাগের সৃষ্টি করে। একেই সানবার্ন বলে। সানবার্ন বা রোদে পড়া দাগ আমাদের ত্বকে খুব খারাপভাবে বসে যায়, যা দূর করতে আমাদের বেশ হিমশিম খেতে হয়।
বাজারের নামীদামী ক্রিম ব্যবহার করেও অনেক সময় এই সানবার্ন থেকে রক্ষা পাওয়া যায়না। তাই জেনে নেই সানবার্ন থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া পদ্ধতি।