নতুন লে-আউট যুক্ত করা হয়েছে এবং বাগ মুক্ত করা হয়েছে।
দাঁত পরিষ্কার করতে চুলার ছাই বা মেসওয়াকের যুগ চলে গেছে অনেক আগেই। এসেছে টুথব্রাশ এবং টুথপেস্টের ব্যবহার। ঝকঝকে দাঁতের জন্য টুথপেস্ট অপরিহার্য। তবে দাঁত ব্রাশ করা ছাড়াও টুথপেস্টের আরো ব্যবহার রয়েছে। যেগুলোর সঙ্গে মুখের বা দাঁতের কোনো সম্পর্ক নেই
যেসব বিষয় নিয়ে বিস্তারিত বলা আছেঃ
মোবাইল স্ক্রিন
দেয়ালে আঁকাআঁকি
কাপড়ের দাগ
বোতলের দুর্গন্ধ
পোকামাকড়ের কামড়
ফোসকার যন্ত্রণা
হাতের দুর্গন্ধ
নখ পরিষ্কার
হেয়ার জেল
বেসিন পরিষ্কার