বাগমুক্ত করা হয়েছে এবং UI উন্নত করা হয়েছে
আপনার চুল পড়ে যাচ্ছে? আপনি হয়তো আপনার জিনকে গালি দিচ্ছেন। কিন্তু একটি সাময়িকীতে ২০০ টি ভিন্ন ভিন্ন জিনের উপর চালানো একটি গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। গবেষণার প্রয়োজনে গবেষক দলটি ৫২ হাজার পুরুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। তাদের বয়স ছিল ৪০ থেকে ৬৯। চুল পড়ে যাওয়ার সবচেয়ে প্রধান কারণ হিসেবে যেটা পাওয়া গেছে সেটা হলো জিনগত ব্যাপার। গবেষক দলের সদস্য ড. জেরি শাপিরো আর যেসব কারণের কথা বলেন সেগুলো হচ্ছে ভিটামিন ও খনিজের ঘাটতি। এছাড়া থাইরয়েডগত সমস্যা ও অটোইমিউনি ডিজিজ রয়েছে সে তালিকায়।
যেসব বিষয় নিয়ে বিস্তারিত বলা আছেঃ
ফোমের একটি মিশ্রণ
একটি পিল
পিআরপি (প্লেইটলেট রিচ প্লাজমা)
হেয়ার ট্রান্সপ্লান্টেশন
যেসব বিষয় সম্পর্কে জানতে পারবেনঃ
চুল পড়ার চিকিৎসা
চুল গজানোর চিকিৎসা
ফিনাস্টেরাইড
নতুন চুল গজাতে