সূরা ইয়াসিন হলো পবিত্র আল কোরআন এর একটি গুরত্বপূর্ণ ও মর্যাদা পূর্ন সূরা।
এই সূরায় কেয়ামত ও হাশরের ব্যাপারে দীর্ঘ বর্ণনা করা হয়েছে তাই আমরা বাংলা উচ্চারণ ও অর্থ সহ সূরা ইয়াসিন অডিও দিয়ে এপ টি বানাই যা তে আপনার পড়তে ও অর্থ জানতে বুঝতে সহজ হয়।
ইয়াসিন সূরা ফজিলত
এই সূরা পাঠ করলে অনেক রকম ফজিলত আাছে ।
১। এই সূরা এক বার পাঠ করিলে দশ বার পবিত্র কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে।
২ । কোন ব্যক্তি নিয়মিত এই সূরা পাঠ করলে তার জন্য বেহেশতের ৮ টি দরজা খোলা থাকবে।
৩ । কোন ব্যক্তি রাতে ঘুমানোর আগে এই সূরা টি পড়ে ঘুমালে সাকালে সে নিষ্পাপ অবস্থায় ঘুম থেকে উঠিবে।
→ তাই সকল মুসলিম ভাই ও বোন দের এই সূরা টি মুখাস্ত করার জরুরি ও পাঠ করা জরুরি আর তাই আমাদের এি এপ টি বাননো হয়েছে।
এপ টি তে আর যা পাবেন
১) সূরা ইয়াসিন বাংলা উচ্চারণ
২) ইয়াসিন সূরার বাংলা অর্থ
--কেমন লাগলো আমাদের এপ টি রিভিউ করে আপনাদের মূল্যবান মন্ত্যব জানাবেন।--
-- যে কোন প্রকার সাজেশন বা অভিযোগ থাকলে তাও জানাতে পারেন