বাগধারা (Bangla Bagdhara)বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে অনেক সমৃদ্ধ করেছে। বিশেষ অর্থে ব্যবহৃত হয় বলে বাগধারা ভাষাকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে। বাংলা ব্যাকরণ bangla grammar এর অন্যতম মজার ও সুন্দর অধ্যায় বলা চলে এই বাগধারা কে। বাক্যরীতি থেকে বাগভঙ্গি, সব ক্ষেত্রেই এর নিজস্ব শৈলী।
বিসিএস (BCS) সহ যেকোনো চাকুরী পরীক্ষা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বাগধারা থেকে প্রশ্ন আসা খুবই সাধারণ ব্যাপার। বিসিএস বাংলা ব্যাকরণ অংশে এমন কোন বছর নেই যেবার এখান থেকে প্রশ্ন হয়নি। তাই জানার জন্য কিংবা পরীক্ষায় (বিসিএস বাংলা প্রস্তুতির জন্য) ভালো করার জন্য নিয়মিত বাগধারা অনুশীলন করা দরকার। সেজন্যই বাগধারা কে আপনাদের কাছে আরও সহজ ও সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য এই অ্যাপটি নিয়ে আমরা হাজির হয়েছি। বাংলা বাগধারার (Bangla Bagdhara) সব সংগ্রহ পর্যায়ক্রমে উপস্থাপন করা হবে। ছাত্রছাত্রী ও পাঠকদের পছন্দ এবং বিভিন্ন পরীক্ষায় আসা ব্যাকরণ অংশে বাগধারার উপস্থিতি বিবেচনা করে এখানে ৫০০+ সংগ্রহ দেয়া হয়েছে।
আশা করছি অ্যাপটি আপনাদের ভালো লাগবে।
ডাউনলোড লিঙ্কঃ
https://play.google.com/store/apps/details?id=com.ertapps.bangla_bagdhara