ঈমানদারদের জন্য জান্নাতে আল্লাহ তায়ালা যে সব নিয়ামত রেখেছেন তার কিছু অংশ দেওয়া দেওয়া হলো।হাদীস শরীফে অনুসারে যে ব্যাক্তি কালেমা পাঠ করবে আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করবে।৫ কালেমা থেকে যে কোন একটি কালেমা পাঠ করলেই হবে।কালেমা পড়ার পর জাহান্নাম হতে বাঁচতে হলে ইমানদার হতে হবে।তার জন্য নামাজ পড়তে হবে।নামাজের নিয়ম ঠিক ভাবে শিখতে হবে।এছাড়া প্রয়োজনীয় সূরা, নামাজের সূরা শিখতে হবে।হারাম হালাল জনতে হবে,বেহেশতী জেওর ও বিভিন্ন অজিফা পড়তে হবে।মহানবী (সাঃ) জীবনি,সাহাবা দের জীবনি, মুসলিম শরীফ, বুখারী শরীফ জানতে হবে।কোন দোয়া পড়লে কি হয়,প্রয়োজনীয় দোয়া,আয়াতুল কুরসী, দোয়ায়ে কুনুত,হাশরের শেষ তিন আয়াত জায়গা বিশেষ পড়তে হয়।নামাজের তাসবি, দোয়া কবুলের সময় জানতে হবে।জাহান্নাম থেকে বাঁচতে হবেতাই কোরাআন শরীফ পড়তে হবে।ইসলামিক বই, ইসলামিক গল্প পড়তে হবে।