বিরহের কবিতা
প্রেম ভালোবাসা মানব মনের অন্যরকম একটা আবেশ।কিন্তু সবাই এ আবেশ পায় না। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মানুষ বিপরীত কারও সাথে প্রেমে পরে। এই প্রেম ভালোবাসা কারও টিকে কারও টা টিকে না ধোকা খায়,যাকে প্রচলিত ভাষায় বলে ছ্যাঁকা।
প্রেম ভালবাসার পূর্ণতা আসে বিরহে।প্রেম যত দিন থাকবে বিরহও ততদিন থাকবে এটাই চিরন্তন সত্য।তাই বিরহ বা প্রেমে ছ্যাঁকা, প্রেমে ব্যার্থ হয়েছেন প্রিয় মানুষটিকে হাজার বার বলেও বিশ্বাস করাতে পারেন নি তাকে আপনি কতটা ভালোবাসেন।
বিরহের আগুনে পুরছেন তাদের জন্য আমাদের এই আয়োজন এখানে কবি কাজী নজরুল ইসলাম,রবীন্দ্রনাথ ঠাকুর,নির্মলেন্দুগুণ,সমরেশ মজুমদার,সহ বিখ্যাত কবি লেখকদের কবিতা পাবেন।মন খারাপ থাকলে কবিতা গুলো পরে দেখতে পারেন
“দুঃখের মাঝেও একটা সুখের অনুভূতি থাকে, তা হয়তোবা সুখে থেকে কেউ কল্পনাও করতে পারবেনা। কারণ মানুষ দুঃখে থেকে সুখকে উপলদ্ধি করতে পারলেও সুখে থেকে কিন্তু কেউ দূঃখকে সেভাবে উপলদ্ধি করতে পারেনা।
আর মানুষ যখন কষ্টের মাঝে সুখকে কল্পনা করে তখন তার মনে যে অনুভূতির সৃষ্টি হয় তা কখনও কখনও সুখের চেয়েও বেশি মনে হয়।আসলে বিরহ আর কষ্ট এক কথা নয়৷ বিরহ হয় তখন যখন আপনার প্রিয় মানুষটি আপনার থেকে দুরে থাকেন ৷ কিন্তুু আপনি জানেন যে, তিনি আবার ফিরে আসবেন ৷
এই বিরহের কবিতা Application টি আপনাদের কেমন লাগলো ভালো/মন্দ অবশ্যই জানাবেন। ধন্যবাদ!