বিপিএল ২০২২ চূড়ান্ত সময়সূচি আপডেট করা হইছে।
BPL Final Schedule 2022
২১ জানুয়ারি থেকে বিপিএল ২০২২ সিজনের খেলা মাঠে গড়াচ্ছে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চেলেঞ্জার্স ও ফরচুন বরিশাল। মিরপুরে দুপুর দেড়টা থেকে শুরু হবে দিনের প্রথম ম্যাচগুলো। আর ডে নাইট ম্যাচ শুরু হবে সন্ধা সাড়ে ৬টায়। ২৫ জানুয়ারি পর্যন্ত প্রথম ৮টি ম্যাচ গড়াবে ঢাকায়। দুই দিন বিরতি দিয়ে ২৮ জানুয়ারি থেকে চট্টগ্রামে হবে পরের আট ম্যাচ। মাঝে একদিনের বিরতি দিয়ে চার ম্যাচের জন্য ঢাকায় ফিরবে ক্রিকেটাররা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে হবে সিলেট পর্বের ম্যাচগুলো। ১১ ফেব্রুয়ারি থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো হবে ঢাকায়। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি।
বিপিএল ২০২২ সময়সূচী ও দল - bpl 2022 Schedule
BPL 2022,
three players from each team will be seen playing in the foreign quota.বিপিএল 2022 এর সময়সূচী এখানে পাওয়া যায় অত্যন্ত জনপ্রিয় T20 টুর্নামেন্টের ম্যাচের সময়সূচী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2022। অবশেষে বিপিএল টি-টোয়েন্টি ম্যাচের সময়সূচি ঠিক করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক অনুমোদিত ফাইনাল ম্যাচের সময়সূচী অনুযায়ী, বিপিএলের তৃতীয় প্রতিযোগিতা 14 জানুয়ারি 2022 তারিখে শুরু হবে। বিপিএল 2022 এর সময়সূচী এখানে পাওয়া যাবে। এর আগে, বিপিএল গভর্নিং কাউন্সিল নিশ্চিত করেছিল যে বঙ্গবন্ধু বিপিএল 2022 ম্যাচের সময়সূচী চূড়ান্তভাবে খুব অল্প সময়ের মধ্যেই ঠিক করা হবে। আপনাকে BPL T20 ম্যাচ ফিক্সচার 2022 দেখতে হবে।
DISCLAIMER: