ঘরবাড়ি থেকে পোকামাকড় দমন করার পদ্ধতি
ঘরবাড়ি থেকে পোকামাকড় দমন করার জন্য অনেকেই অনেক পদ্ধতি অবলম্বন করেন। অনেক সময় কাজ হয় আবার অনেক সময় কাজ হয় না। বাসা থেকে পোকামাকড় দমন করতে না পারার অন্যতম কারণ সঠিক পদ্ধতি অবলম্বন না করা। তবে ঘরবাড়ি থেকে পোকামাকড় দমন করার জন্য সঠিক পদ্ধতি বেছে নিতে পারলে অবশ্যই কাজ হবে। আমরা সাধারনত এক ঔষধ দিয়েই ইদুর, তেলাপোকা, ছারপোকা দামন করতে চাই। কিন্তু সেটা আদৌ সম্ভব নয়। তাই ভিন্ন ভিন্ন প্রজাতির পোকামাকড় এর জন্য বিভিন্ন ঔষধ ব্যাবহার করতে হয়।
ইদুর মারার জন্য ইদুরের বিষ, ইদুর মারা কল, ইদুর মারা আঠা বিভিন্ন উপায় অবলম্বন করা হয়। ক্যানভাসাররা সব থেকে বেশি করে ছারপোকার কিত্তন, ব্যাপারটা খুব মজাদার –“ছারপোকা ছারপোকা বসতে পারেনা, শুইতে পারেনা, বউ এর সাথে রোমান্টিক হতে পারছেন না, সারা রাত ছারপোকার সাথে যুদ্ধ করে সকালে অফিসে বসের ঝারি, লইয়া যান আমার এই মহা ঔষধ”। এরকম আরও মজার মজার কথা বলে ঔষধ বিক্রয় করে। পোকামাকড় দামন করার জন্ এই সমস্ত ঔষধ অনেক সময় ভালই কজে লাগে।
শাপের উপদ্রব থেকে বাচার জন্য যেমন সালফিউরিক এ্যাসিড যদি ঘরের চারপাশে নিয়ম মাফিক ছিটিয়ে দেয়া যায় তাহলে শাপের উপদ্রব থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিছু সহজ নিয়ম আছে যেগুলো মাধ্যমে খুব সহজে বাসা-বাড়ি থেকে পোকামাকড় দূর করা যাবে। এ সমস্ত পোকামাকড় দমনের সহজ এবং কার্যকরী উপায় আমাদের “ঘরবাড়ি থেকে পোকামাকড় দমন” নামক এ্যাপটিতে দেয়া আছে। এ্যাপটিতে আরও যে বিষয় গুলো আছে:
- ইদুর দমন
- তেলাপোকা দমন
- মাছি দমান
- ছারপোকা দমন
- টিকটিকি দমন
- মশা দমন
- সাপ দমন
পোকা-মাকড়ের উপদ্রব থেকে বাঁচতে আমাদের এ্যাপের পদ্ধতি অবলম্বন করলে ভাল ফল পাওয়া সম্ভব। ভাল লাগলে বন্ধুর সাথে শেয়ার করুন। অ্যাপ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। আমাদেরকে উৎসাহ প্রদানের জন্য পাঁচ তারকায় চিন্হিত করুন।
https://play.google.com/store/apps/details?id=com.greenapps.bangla_insect_killer_tips