বাংলাদেশে এখনো অনেক কম বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় বটে। কিন্তু তা ছাড়াও একটা সময়ে ছেলেমেয়ে নির্বিশেষে বয়স ২০ হলেই তাদের বিয়ে দেবার জন্য উঠেপড়ে লাগতেন অভিভাবকেরা। বর্তমানে বেশীরভাগ মানুষই উচ্চশিক্ষা গ্রহণ করে ক্যারিয়ার তৈরি করে তার পরেই বিয়ের চিন্তা করেন। কিন্তু বয়স যখন বিশ কোটায়, অর্থাৎ বিশ থেকে ত্রিশের মাঝে, তখন বিয়ে করে ফেলার আছে চমকপ্রদ কিছু সুবিধা। আসুন দেখে নেই সেগুলো কী কী।