সম্পুর্ন বই একত্রে পরার ব্যবস্থা করা হয়েছে।
বাংলার অন্যতম বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও লেখক আব্দুল কাদের রূহানীর লিখিত অন্যতম দারুণ বই "হতাশ হবেন না" এর প্রচারণায় ও প্রসারের জন্য আমাদের এই অ্যাপ। বইয়ের সকল বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত পাবেন এই অ্যাপে।
ইসলামী লেখক আব্দুল কাদের রূহানী তাঁর এই বইটিতে অসাধারণ ভাবে জীবন সংসারের অন্যতম খারাপ অনুভূতি যার নাম হতাশা, সেটা নিয়ে বিস্তারিত আলাপ ও আলোচনা করেছেন। জীবনে নানা কারণে আমরা হতাশ হয়ে পড়ি। হতাশা আমাদের জীবনের অন্যতম ক্ষতির কারণ। হতাশা দ্বারা অনেক খারাপ চিন্তা ও আস্তে আস্তে আত্মহত্যা পর্যন্ত সঙ্ঘঠিত হতে পারে। লেখক আব্দুল কাদের রূহানী এই বিষয়সমুহ নিয়েই কথা বলেছেন।
জীবনে আমরা যেন কোন ভাবেই হতাশা দ্বারা আক্রান্ত না হই এবং ভেঙ্গে না পড়ি এমন উপদেশ দিয়েছেন। জীবনে আমরা নানা সময় অনেক ধরনের খারাপ কাজ ও গোনাহে লিপ্ত হই। তারপর আমরা আমাদের ভুল বুঝতে পারি। তখন আমরা চাই আল্লাহর কাছে তওবা করতে কিন্তু শয়তান আমাদের মনে হতাশা সৃষ্টি করে। শয়তান আমাদের বোঝাতে চায় যে আমরা যে ভুলটি করেছি সেটা ক্ষমা পাওয়ার অযোগ্য। শয়তান আরো বোঝায় যে আল্লাহ হয়তো আমাদের এই ভুল কাজটির জন্য আমাদের ক্ষমা করবেন না। এভাবেই শয়তান আমাদেরকে মানসিকভাবে হতাশা দিয়ে কষ্ট দেয়। অর্থাৎ হতাশা শয়তানের অন্যতম হাতিয়ার। বইয়ের লেখক এজন্যই বলেছেন হতাশ হবেন না। বইয়ের নামেই তা বোঝা যায়। একজন মুসলিম হলে সে কোনভাবেই আল্লাহের ক্ষমা থেকে নিরাশ হতে পারবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আল্লাহ ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহের চোখে সেই ব্যক্তি উত্তম গুনাহগার যে ভুল করে আবার আল্লাহের ক্ষমা প্রার্থনা করে। তাই আমাদের সবসময় আল্লাহের উপর ভরসা করতে হবে।
জীবনে প্রতিটি মানুষের থাকে অনেক বন্ধু, ঠিক তেমনি থাকে কিছু হিংসুক ও শত্রু। শত্রুরা সবসময়েই আমাদের মানসিক ও শারীরিকভাবে আক্রমণ করতে চায়। তারা সবসময় আমাদের সামনে কিংবা আমাদের অগোচরে নানা মন্দ কথা রটিয়ে বেড়ায়। আমাদের নবী(সা) এর সাথে এমন ঘটনা ঘটেছে বহুবার। মনে রাখবেন, মানুষ সবসময় অন্যকে ছোট করার জন্য খোটা দেয়, খোঁচা কথা বলে এমনকি গীবতে লিপ্ত হয়। এসব করে মানুষ তাদের নিজেদের গোনাহের বোঝা বাড়ায়। কোন মুমিন ব্যক্তি এমন কথায় হতাশ হতে পারে না। শত্রুর কথায়ও আমাদের হতাশ হলে চলবে না। কোরআন ও হাদীসে গীবতকারীর ও মিথ্যাবাদীর ভয়াবহ পরিণতির কথা বলা হয়েছে। সুতরাং আপনি হতাশ হবেন না। চেষ্টা করবেন আপনার শত্রুর পাপ ক্ষমা করে দেয়াড় জন্য। যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাঁর গোনাহ ক্ষমা করে দেন। এই বইটি পড়লে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। লেখক আব্দুল কাদের রূহানী এব্যাপারে বৃহৎ আকারে কথা বলেছেন। তিনি আরো কথা বলেছেন জীবনের সুখ শান্তির ব্যাপারে। কথা বলেছেন ধৈর্য বা সবর নিয়ে। ধৈর্যের ফল সবসময় মিষ্ট হয়। মাঝে মাঝে রোগাক্রান্ত হলে আমরা ভাবি আমাদের সৃষ্টিকর্তা মহাল আল্লাহ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু ব্যাপার পুরো ভিন্ন। আপনার প্রভু আপনাকে রোগাক্রান্ত করে আপনার ভুলগুলো ক্ষমা করে দিচ্ছেন যাতে করে পরকালে আপনি জান্নাতে প্রবেশ করতে পারেন। ভেবে দেখুন সামান্য জ্বর কিংবা মহামারী দ্বারা আপনি গোনাহমুক্ত হতে পারছেন। তাই কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।
This app is for the promotion and distribution of "Hotash Hoben Na", one of the great books written by Abdul Quader Ruhani, one of the famous Islamic thinkers and writers in the Bengali language. In this app, you will find all the topics of the book from beginning to end.