বাংলা ধাঁধা ও উত্তরসহ
ধাঁধা বাংলা অামাদের তথা বাঙালির ঐতিহ্য। চর্চা করা হল জ্ঞানের লক্ষন। যারা নিজেদের বুদ্ধিমত্তা পরীক্ষা করতে চায় তারা ধাধার বই থেকে সেরা সব ধাঁধা এবং ধাঁধার উওর সমূহ না দেখে তা চর্চা করেন। অনেক আগে ধাধার আসর বসত।
মানুষ সেখানে বাংলা ধাঁধা নিয়ে অনেক মজা করতেন। মজার মজার ধাঁধা তারা মানুষের মাঝে তুলে ধরতেন। বাংলা ধাধা চর্চা করলে গণিত সর্ম্পকে জানা যায়। বাংলার মজার ধাধা কে অনেকে বুদ্ধি বৃদ্ধির একটি উপায় ও বলে থাকে।
গ্রাম বাংলার ধাঁধা যাই বলুন না কেন বাংলা দাদা সত্যিই অসাধারণ একটি মজার বিষয় বটে। মজার ধাধা বা মজার ধাঁধা আমাদের সকলের ই সমাধান করা উচিৎ কারন তাতে আমাদের জ্ঞান বৃদ্ধি করে।
এই বাংলা ধাঁধা ও উত্তরসহ Application টি আপনাদের কেমন লাগলো ভালো/মন্দ অবশ্যই জানাবেন। ধন্যবাদ!