খুব সহজ করেই বলে। আর যদি ইংরেজিতে দুর্বলতা থাকে সেক্ষেত্রে বাজার থেকে ফটোশপ এর বাংলা বই কিনে নিতে পারেন। অথবা বাংলা মাল্টিমিডিয়া ট্রেনিং ডিভিডি পাওয়া যায়। কিনে শুরু করতে পারেন। আপনার লেগে থাকতে হবে। আপনার প্রধানতম কাজ হবে টুলস এর প্যানেলটা বোঝা মানে কোন সিম্বল এর কি কাজ। এটা পরিষ্কার হলেই আপনি শুরু করতে পারবেন।