- Fixed some bugs
আমাদের ব্রেইন আগোছালো জিনিস মনে রাখতে পারে না। তাই কোন কিছু ছক বা টেবিল আকারে সাজিয়ে নিলে কিংবা কবিতার ছন্দ বানিয়ে পড়লে তা সহজেই মনে রাখা যায়। পড়া মনে রাখার এই কৌশল কে নিমনিক (mnemonic) বলা হয়। যেমন আমরা রংধনুর সাত রং মনে রাখতে ছোটবেলায় পড়েছিলাম 'বে নি আ স হ ক লা' । এমন কিছু টিপস পেতে ডাউনলোড করুন এই এপটি।
এই এপে যা থাকছেঃ
পড়তে বসার আগে ১০ মিনিট হাঁটা
পড়ার প্রতি আকর্ষণ অনুভব করা
কালারিং পেন ব্যবহার করে দাগিয়ে পড়া
বেশি বেশি পড়া ও অনুশীলন করা
লিখে লিখে বা ছবি এঁকে পড়ার অভ্যাস করা
কনসেপ্ট ট্রি ব্যবহার করে পড়া
পড়ার জন্য সঠিক সময় নির্বাচন করা
নিমনিক তৈরী করা
পর্যাপ্ত পরিমাণে ঘুমানো
যা পড়েছি তা অন্যকে শেখানো