- যাকাতের বিবরণ
- যাকাতের পরিমাণ বা নিসাব কী?
- যাদের উপর যাকাত ফরজ
- যাকাত বহির্ভুত সম্পদ
- যেসব সম্পদের যাকাত ফরজ
- যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তি
- যাদের যাকাত দেয়া যাবে না
- যাকাত না দেওয়ার ভয়াবহতা
- ফিতরা
- সদকা বা দান
- যাকাত ক্যালকুলেটর
দান সদকার ফজিলত নামক অ্যাপ নিয়ে আমাদের এই বারের আয়োজন। আল্লাহর রাস্তায় ব্যয় করাকেই যাকাত ও দান বলে। দান ও যাকাতের কিছু নিয়ম কানুন আছে তা আমরা জানাবো।
কুরআন ও হাদীসের আলোকে দান ও খয়রাতের নিয়মকানুন অত্যান্ত জরুরি একটি বিষয়। ফরয সদকা অর্থাৎ যাকাত ইত্যাদি ব্যতীত নফল সদকা বা আল্লাহর রাস্তায় ব্যয় করার অনেক উপকারিতা হাদিসে বর্ণনা করা হয়েছে। আল্লাহর রাস্তায় দান, সদকার আদব এবং দান-সদকার ব্যক্তিগত ও সামাজিক উপকারিতা সম্পর্কে বিস্তারিত বর্ননা পাবেন এইখানে। সায়ীদ ইবনে ইয়াসার (রহঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি হালাল উপায়ে অর্জিত মাল সদকা করে, আল্লাহ তা'আলা হালাল অর্থাৎ পবিত্রকেই কবুল করেন।
আল্লাহতালা বলেছেন, 'নিশ্চয়ই দান-সদকা কবরের আজাব বন্ধ করে দেয়। আর কেয়ামতের দিন বান্দাকে আরশের ছায়ার নিচে জায়গা করে দেয়। (তাবরানি ও বায়হাকি)। হজরত আবু সাঈদ খুদুরি (রা.) থেকে বর্ণিত হাদিসে রসুল (সা.) বলেন, 'মানুষের জীবদ্দশায় এক দিরহাম দান করা, তার মৃত্যুর পর একশ দিরহাম দান করার চেয়ে উত্তম (আবু দাউদ মিশকাত)।