নতুন ফিচারযুক্ত করা হয়েছে এবং বাগ-মুক্ত করা হয়েছে
মুখে ছোপ ছোপ দাগ পড়ে যাচ্ছে? সমস্যাটা কি বুঝতে পারছেন না? কেউ বলছে মেছতা তো কেউ বলছে এটি কোন রোগের কারণে হচ্ছে। যে যাই বলুক, দিন শেষে আয়নায় নিজের মুখটি দেখে তো মন আপনারই খারাপ হয়। নিখুঁত ত্বকের জন্য আমরা মেয়েরা কত কিছুই না করি। তারপরও যখন মুখে এই মেছতার দাগ পড়ে যায় তখন এতসব কষ্ট মনে হয় বৃথা হয়ে গেল। আমার আশেপাশে এই মেছতার সমস্যায় ভুগছে এমন অনেক মহিলা দেখছি। সবারই একটি অভিযোগ অনেক কিছু করেছি কিন্তু কিছুই হয়নি।
আমার বোনও এই মেছতার সমস্যাই ভুগছে। একদিন হঠাৎ সে বললো, সারাক্ষণ এত রূপচর্চার টিপস দিস কিন্তু এই মেছতা দূর করার কোন টিপস দিতে পারলি না। তখন ভেবে দেখলাম এই মেছতা নিয়ে কিছু জানানো দরকার সবাইকে। অনেকদিন লিখবো লিখবো করে লেখা হচ্ছিলো না। আমরা আসলে জানিই না মেছতা কেন হয়, কোন কাজটি আমাদের করা উচিত না বা মেছতার দাগ পড়ে গেলে কি করব। আজকে আপনাদের এই মেছতা নিয়ে কিছু জানানোর চেষ্টা করব সাথে কিছু ঘরোয়া টিপস দিব যা একটু ধৈর্য্যের সাথে প্রতিদিন ব্যবহার করতে হবে।