এপ আপডেট করা হয়েছে এবং নতুন কন্টেন্ট যুক্ত করা হয়েছে
কোথায় কোন মাল আছে তার খোঁজ খবর রাখুন, দেখুন ও বুঝুন। বিভিন্ন বাইং হাউস এবং গার্মেন্টস ফ্যাক্টরি আছে; যারা ছোট ছোট লটে গার্মেন্টস আইটেম বিক্রি করে। এছাড়াও অনেক লোকাল ব্যবসায়ী আছেন। যারা লোকাল পার্টির কাছে মাল বিক্রি করে। আপনি তাদের সাথেও যোগাযোগ করুন। কোন পরিচিত বায়িং হাউস বা লোকাল ব্যবসায়ী থাকলে তাদের সাহায্য নিতে পারেন। সরাসরি গার্মেন্টস থেকে মাল নামানোর চাইতে এটা কম ঝামেলার। অনেক লোকাল ব্যবসায়ী বা দালাল আছে। যাদের কাছে ভাল ভাল মালের কালেকশন থাকে। তাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। কোথায় এবং কাদের কাছে, কি মাল আছে তা জানুন। যদি আপনার পুঁজি কম হয়, তাহলে আপনার জন্য এটাই সবচেয়ে ভালো। মাঠে নামলেই আপনি এই ব্যবসার ব্যাপারে অনেক কিছু বুঝে যাবেন। তখন আর কঠিন মনে হবে না। লোকাল ব্যবসায়ী বা দালালদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে তারপর ধীরে ধীরে বায়িং হাউস বা গার্মেন্টসের দিকে হাত বাড়ান। পরিচিত বা কোন শুভাকাঙ্ক্ষীর সাহায্য নিন। এক্ষেত্রে ব্যবসার কাজের অগ্রগতি দ্রুততর হবে।