শিক্ষা লাভ,চরিত্র গঠন এবং জীবন ধারণের জন্য অসংখ্য কাজের মধ্যে মানুষকে নিয়োজিত থাকতে হয়।এই চলার পথে ভদ্রতা, বিনয়, নম্র কথাবার্তা ইত্যাদির সমন্বয়ে মানুষের স্বভাবে যে বৈশিষ্ট্য ফুটে ওঠে তাকে আদব-কায়দা বলে।ঈশপের গল্প গুলোর পড়ার মাধ্যমে আমরা এ বৈশিষ্ট্য গুলো চর্চা করতে পাড়ি।ঈশপের গল্প গুলোর প্রধান বৈশিষ্ট্য হলো গল্প গুলোর শেষে শিক্ষনীয় প্রবাদ গুলো।এ গল্প গুলো পড়লে শুধু শিক্ষা নয় মজার সব বুদ্ধির প্রয়োগও আছে। এ রক শিক্ষণীয় ও মজার গল্প যিনি লিখেছেন তিনি হলেন গ্রীসের বিখ্যাত গল্পকার ঈশপ। ঈশপ ছিলেন মিসরের ফারাও বাদশাহ আমাসিসের সময়কার লোক। সামস দ্বীপে তিনি বাস করতেন। ইয়াডমন নামে এক নাগরিকের ক্রীতদাস ছিলেন তিনি। ঈশপ দেখতে ছিলেন কদাকার কিন্তু বুদ্ধিতে ছিলেন অপরাজেয় আর রঙ্গরসে ছিলেন অদ্বিতীয়। তিনি বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁর শিক্ষাপ্রদ অমর কাহিনীগুলো মানুষকে শোনাতেন। বিখ্যাত গ্রীক দার্শনিক সক্রেটিস থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ ছিলেন তার গল্পের ভক্ত।
এ সম্পর্কিত আরও কিছু এ্যাপ যা আপনি পড়লে অনেক মজা পাবেন এবং শিক্ষনীয় গল্প গল্পসমুহ জানলে আপনি অন্য কারও সাথে শেয়ার করতে পারবেন ভয়ংকর ভূতের গল্প সব পড়তে হলে আমাদের অ্যাপ গুলো দেখতে পারেন ঠাকুরমার ঝুলি গল্প ও পড়তে পারবেন এবং শিশুদের জন্য একজন মজার মানুষ হবেন শিক্ষামূলক গল্প মাধ্যমে আপনি শিশুদের গল্পের ছন্দে পড়াবেন।
আমাদের এ্যাপটি ভালোলাগলে ৫ স্টার দিন।এবং আপনার মূল্যবান মতমত দিন।ধন্যবাদ