আদর্শ বিবাহ ও দাম্পত্য ~ স্বামী-স্ত্রীর অধিকার
বিশুদ্ধ শরয়ী জ্ঞান- স্বল্পতা , বিশুদ্ধ শরীয়তের উপর আমল করার প্রতি অবহেলা ও অবজ্ঞা স্বার্থন্বেষিতা এবং দেশীয় পরিবেশের বিশেষ কুপ্রভাবের ফলে মুসলিম সমাজে বিভিন্ন কুসংস্কার , কুপ্রথা, কুআচার ও অনাচারের প্রাদুরভার ঘটেছে। পরকালের প্রতি ক্ষীণ ঈমান তথা অসৎ পরিবেশ ও পারিপারশ্বিকতার কারণে অধিকাংশ মানুষের ইচ্ছা নেই নিজেকে কুসংস্কার – মুক্ত করার , মন নেই আত্নশুদ্ধির, চেষ্টা নেই দ্বীন শিক্ষার , ভ্রূক্ষেপ নেই ধর্মীয় বাণীর প্রতি, নেই সমাজকে কুপ্রথা ও অনাচারমুক্ত করার কোন সৎসাহস।
বিবাহ ও দাম্পত্য মুসলিমদের এক শুভ ও সুখদ সন্ধিক্ষণ , আবার অশুভ ও যন্ত্রণাপ্রদ সময় কালও। এই শুভাশুভ নির্বাচন করায় তারও হাত আছে। যেমন বিবাহ করা অর্ধ ঈমান। দাম্পত্য – জীবন তা অর্ধেক ধর্মীয় জীবন।
তাছাড়া দাম্পত্যের সফরও বড় লম্বা। যা সঙ্গিও চিরসঙ্গী। তাই তো অর্ধ ঈমান যাতে অবলীলায় এসে অবহেলায় বরবাদ না হয়ে যায় এবং লম্বা সফর এন কষ্টকর তথা তা সাথি যেন কুজন ও কুসাথী না হয় তার জন্য সফর শুরু করার পূর্বে, জীবন – সমুদ্রে তার দাম্পত্যের তরণী অবতারনা করার আগে আগে তাকে একটু ভেবে নিতে হয়, কিছু জেনেও পড়ে নিতে হয়। নচেৎ আনাড়ি মাল্লা মাঝ সমুদ্রে ফাপরে পড়তে বাধ্য।
বিবাহের পূর্বে অনেক যুবক – যুবতী বহু রতিশাস্ত্র অধ্যয়ন করে থাকেন;কিন্তু কোন ধর্মীয় রীতিশাস্ত্র অধ্যয়ন করার প্রয়োজন মনে করে না। অথচ প্রেম ও প্রেমের ধরণ তথা যৌনসুখ তো যে কোন প্রকারে লাভ হতেই পারে।
আসুন ইসলামী পবিত্র সম্পর্ক , আদর্শ বিবাহ ও সুখী – দাম্পত্য গড়ার উদ্দেশ্যে আমরা অত্র পুস্তিকার অধ্যায় গুলি বারবার আলোচনা করি, আর দৃঢ়সংকল্প হই যে, আমরা আমাদের জীবন ও দাম্পত্য গড়ব ইসলামী সোনার ছাঁচে।
স্বামীর আনুগত্য করা স্ত্রীর কর্তব্য। তবে যে কোন আনুগত্যই নয়, বরং যেসব ক্ষেত্রে আনুগত্যের নিম্ন বর্ণিত তিন শর্ত বিদ্যমান থাকবে।
(ক) ভাল ও সৎ কাজ এবং আল্লাহর বিধান বিরোধী নয় এমন সকল বিষয়ে স্বামীর আনুগত্য করা। সৃষ্টিকর্তা আল্লাহর অবাধ্যতায় কোন সৃষ্টির আনুগত্য বৈধ নয়।
(খ) স্ত্রীর সাধ্য ও সামর্থ্যরে উপযোগী বিষয়ে স্বামীর আনুগত্য করা। কারণ আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে অতিরিক্ত দায়িত্বারোপ করেন না।
(গ) যে নির্দেশ কিংবা চাহিদা পূরণে কোন ধরনের ক্ষতির সম্ভাবনা নেই, সে ব্যাপারে স্বামীর আনুগত্য করা। আনুগত্য আবশ্যক করে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন—
নারীদের উপর পুরুষগণ শ্রেষ্ঠত্ব ও কর্তৃত্বের অধিকারী।
এই আদর্শ বিবাহ ও দাম্পত্য ~ স্বামী-স্ত্রীর অধিকার Application টি আপনাদের কেমন লাগলো ভালো/মন্দ অবশ্যই জানাবেন। ধন্যবাদ!