অসম্পূর্ণ বাংলা গান
খুব খেয়াল করে দেখলাম যে গানটি ছাড়া আমাদের ঈদ অচল। সেই গানের প্রথম ৩ লাইনের বেশি পারে এমন মানুষ খুব বেশি নেই । তাই পুরো গানের লিরিক দিলাম। সত্য-ই বিদ্রোহী কবির এক মাস্টার পিস এটা।
এক সময় গান ছিল কেবল শোনার, এখন গান শোনার এবং দেখার। শুধু দেখার গান যেন কোথাও অসম্পূর্ণ। দিনশেষে গান আসলে কেবল শোনার। শুধু কথা এবং শুধু সুর আলাদাভাবে মানব মস্তিষ্কে কাজ করে। কিন্তু গান যখন শুনে, কথা এবং সুরের এ মিশ্রণ একই সঙ্গে মস্তিষ্কে এসে পৌঁছায়!
এই অসম্পূর্ণ বাংলা গান Application টি আপনাদের কেমন লাগলো ভালো/মন্দ অবশ্যই জানাবেন। ধন্যবাদ!